প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
বাকেরগঞ্জের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

বরিশাল খবর রিপোর্ট: বরিশালের রাঙামাটি নদী থেকে ভাসতে থাকা হাত-পা বাঁধা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাছে নদী থেকে অজ্ঞাত এক যুবকের এ লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, দুধল ইউনিয়নের গোমা ফেরীঘাট সংলগ্ন রাঙামাটি নদীর পূর্ব পাড়ের পঙ্খী মার্কেট এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খরব দেন। পরে নৌ পুলিশ তা উদ্ধার করে।
২৮ থেকে ৩০ বছর বয়সী হাত ও পা বাঁধা থাকা এ ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহতের পরিধানে ছিল মেরুন কালারের হাফ প্যান্ট ও টি শার্ট ছিল। লাশের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল আসার তথ্য দিয়েছে থানার পুলিশ।
পুলিশের ধারণ তিন থেকে চার দিন আগে ‘হত্যার পর’ লাশ নদীতে ফেলা হয়ে থাকতে পারে, যার কারণে লাশ ফুলে উঠেছে।
বাকেরগঞ্জ চামটা নৌ পুলিশের এসআই মো শাহজাদা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত